Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৫

স্তরভিত্তিক তামাদিকাল

স্তরভিত্তিক তামাদিকাল

 

তামাদি ও আপীল নিষ্পত্তি:

Ø  আপত্তি কেসের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ পক্ষ ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ৩১ বিধিতে আপীল কেস দায়ের করতে পারেন।

Ø  ৩০ দিন সময় অতিক্রান্ত হলে তামাদি দোষে দুষ্ট হবে।

Ø  তামাদি হলে সুনির্দিষ্ট কারণ দর্শানো সাপেক্ষে সেটেলমেন্ট অফিসার এর অনুকূলে তামাদি মওকুফের দরখাস্ত দায়ের করা যায়।

Ø  সাধারণত তিনটি কারণে তামাদি মওকুফযোগ্য হতে পারে।

Ø  ক) ভূমি মালিক বিদেশে অবস্থান করলে,

Ø  খ) হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করলে, ও

Ø  গ) কারাগারে অন্তরীন থাকলে।

Ø  আপত্তি কেসের ন্যায় আপীল কেসের নোটিশ পেলে নোটিশের তারিখ অনুযায়ী ভুমি মালিককে আপীল অফিসারের সম্মুখে উপস্থিত হয়ে কাগজপত্র ও যুক্তিতর্ক উপস্থাপন করতে হয়।

Ø  আপিল কেসের রায়ের নকল কপি সংগ্রহ করা যায়্।